বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, “খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ নন। গতকাল (শুক্রবার) তার জ্বর ছিল।”
এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, “চিকিৎসকরা এখনও তাকে ভ্রমণের জন্য উপযুক্ত মনে করছেন না, এ কারণেই বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।”
এর আগে, ১৮ সেপ্টেম্বর ছয়দিনের চিকিৎসার পর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে আসেন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর রাতে ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্রোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থরাইটিস এবং ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছেন।