খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ১১ মে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তথ্যপ্রযুক্তির সহজলভ্যতায় তথ্য সংগ্রহ সহজ হলেও যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সতর্ক থাকা জরুরি।” একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, “সত্য, দায়িত্বশীলতা ও সৃজনশীলতা—এই তিন ভিত্তির ওপরই সাংবাদিকতা দাঁড়িয়ে থাকে। একটি ভুল সংবাদ সমাজ ও ব্যক্তির জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে।”
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি একরামুল হক সমিতির পূর্ববর্তী কার্যক্রম তুলে ধরেন, আর নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন ভবিষ্যৎ উন্নয়নে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, খুবিসাস সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।