নতুন বছরটা ভালোভাবেই শুরু করেছেন অভিনেতা জায়েদ খান। বছরের শুরুতেই খবর দিয়েছিলেন নতুন গাড়ি কিনেছেন তিনি। আর এবার খবর দিলেন খুব শিগগিরই দেশ ছাড়ছেন এই অভিনেতা। এই বছরে বিশ্ব ভ্রমণে বের হবেন তিনি।জানা গেছে, বিশ্ব ভ্রমণের এই পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলেন জায়েদ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনেতা বলেন, ১০ বছরের কানাডা ভিসা সহ পাসপোর্ট আজকে হাতে পেলাম।আগামী ফেব্রুয়ারিতে দুবাই যাবো, এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনীতে শো করবো।লন্ডনেও আমন্ত্রণ আছে।সেখানে থেকে ইউরোপের কয়েকটি দেশে ঢুঁ দিয়ে আসবো। এ বছর এক প্রকার পৃথিবী ঘোরা হয়ে যাবে!
এদিকে, চলতি বছরে মুক্তি পাবে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি প্রসঙ্গে জায়েদ বলেন, “আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’।
এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।