খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাসে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর চালিয়েছে বিএনপি-জামাতের ডাকা অবরোধের সমর্থনকারীরা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শের-এ বাংলা রোডের জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের সামনে এ ঘটনা ঘটে।
ময়লা পোতা হয়ে অনেকগুলো মোটরসাইকেলের একটি বহর এবং পিছনে মিছিল নিয়ে জোহরা খাতুন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল বিএনপি জামাতের ডাকা অবরোধের সমর্থনে খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা। উক্ত মিছিল চলাকালীন খুবির বাসে হামলা করে ও ইট পাটকেল ছুড়েন নেতাকর্মীরা, এমনটিই জানিয়েছেন বাসটির চালক মো. কালাম শেখ।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন এর মাস্টার্সে অধ্যয়নরত মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাসের হেল্পার জুয়েল আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি বাস জোহরা খাতুন স্কুলের সামনে পৌঁছালে রাস্তায় চলমান একটি ঝটিকা মিছিল থেকে ইটপাটকেল ছোঁড়া হয়। এতে সামনের কাচ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এতে আমাদের একজন শিক্ষার্থী এবং বাসের হেল্পারের হাত কেটে যায়। আমরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছাই এবং ততক্ষণে ট্রাফিক এর উপকমিশনার, থানার ওসি সেখানে আসেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই এ বিষয়ে মামলা হবে।’
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মো. মমতাজুল হক বলেন, ‘তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়