বিশেষ প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২, খুলনা-৪ আসনে উৎসবমুখর ভাবে চলছে ভোটের প্রচারনা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার তৎপর প্রশাসন। উক্ত আসনে প্রতিদ্বন্দীতা করছে ১১জন প্রার্থী।
খুলনা জেলার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া তিন থানা নিয়ে খুলনা-৪ আসন। উক্ত আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মূর্শেদী -নৌকা, জাতীয় পার্টি মনোনীত ফরহাদ হোসেন -লাঙ্গল, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনিত আজমল হোসেন -নোঙ্গর, তৃণমূল বিএনপি মনোনীত শেখ হাবিবুর রহমান -সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোট মনোনীত রিয়াজ উদ্দীন খাঁন -মিনার, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মনিরা সুলতানা -ডাব, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি মনোনীত মোস্তাফিজুর রহমান -আম, এছাড়াও ৪জন সতন্ত্র প্রার্থী প্রার্থী রয়েছেন জুয়েল রানা -ট্রাক, এহসানুল হক -সোফা, রেজভী আলম -ঈগল ও এস এম মোর্ত্তজা রশিদী দারা -কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
ভোটের দিন এগিয়ে আসায় প্রর্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জোরে-শোরে। যাচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাস্তায় রাস্তায় চালাচ্ছেন পথসভা আর বাড়ি বাড়ি করছেন উঠান বৈঠক। নির্বাচনী এলাকাগুলোতে তৈরী করেছেন অস্থায়ী নির্বাচনী অফিস।
চায়ের দোকান গুলোতে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষ জল্পনা-কল্পনা করছে জানুয়ারীর ৭তারিখের নির্বাচন নিয়ে। সাধারন ভোটার ও তরুণদের মধ্যে আসন্ন ভোট নিয়ে উন্মাদনা দেখা দিয়েছে।
এ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৫৫হাজার ১৮৪জন। পুরুষ ভোটার ১লক্ষ ৭৭হাজার ৩০৪, নারী ভোটার ১লক্ষ ৭৭হাজার ৭৮৭ ও ১জন হিজরা ভোটার রয়েছে।
তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা আসন্ন নির্বাচনে ভোট দেওয়া নিয়ে আগ্রহী এবং সুষ্ঠু ও উৎসবমুখর একটি নির্বাচনের প্রত্যাশা করছেন।
এছাড়া সাধারণ ভোটারদের মধ্যে ভোটকেন্দ্র যাওয়ার জন্য এবছর অধিক আগ্রহ দেখা যাচ্ছে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে, যেকোন প্রকার অপৃতিকর পরিস্থিতি ও গুজব ঠেকাতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনি।
আকবর আলী রাতুল
খুলনা থেকে