রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। তবে কেবল বৈধ শিক্ষার্থীরাই থাকতে পারবেন হলগুলোতে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহি হল ও খুলে দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট খুলে দেওয়া হয় মেয়েদের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
তবে কিছু শর্ত মেনে হলে থাকতে হবে শিক্ষার্থীদের। কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবেন না হলগুলোতে। ইতিমধ্যেই অবৈধ শিক্ষার্থীদের আগামী রবিবারের মধ্যে সব আসবাবপত্র সহ হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, হলে প্রবেশ ও বের হওয়ার সময় প্রতিবার নাম এন্ট্রি করতে হবে বলেও শর্তারোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট শাহিনুর রহমান বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। হলে একমাত্র বৈধ শিক্ষার্থীরাই থাকতে পারবে। আগে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার কারণে এসব পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। আবাসিক হলে নতুন পরিবেশ তৈরিতে এখন হল প্রভোস্টরা বদ্ধপরিকর।”
বখতিয়ার/রুশু//