উদ্দেশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিন ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সরকারী অধ্যাপক ইনজামুল হকসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘উত্তরের কান্না চুপ কেন বাংলা’, ‘অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই’ ‘এত বৈষম্য কেন, উত্তরবঙ্গ কি দেশের বাহিরে’, ‘উত্তরবঙ্গের সাথে বৈষম্য, আর না আর না’, ‘ভারতের আগ্রাসন কেন সহি? পানি বন্টনে চাই জবাবদিহি’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যা-কার্ড প্রদর্শন করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারত উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন সময়েই আন্তর্জাতিক নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। বাঁধ খুলে দেওয়ার আগে কোনো সতর্কতাও দেওয়া হয় না। তাই আমরা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করেছে। তারা আমাদের অধিকার ক্ষুণ্ন করেছে। ভারতের সাথে সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা এখন সময়ের দাবি।’
সমাবেশে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ সকল অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তারা কখনো অন্যায় মেনে নেয় না। আন্তর্জাতিক নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের অন্যায় এই দেশের মানুষ মেনে নিবে না। আমরা ভারতের কাছে নদীর পানির ন্যায্যতা চাই। ভারত বার বার অন্যায়ভাবে নদীর পানি ছেড়ে এই দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’