রাবিপ্রবি প্রতিনিধিঃ দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে আজ ২৪শে আগস্ট (শনিবার) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) শিক্ষার্থীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করে।
নগদ অর্থ, শুকনো খাবার, পুরোনো জামা কাপড়, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্রসহ দিনব্যাপী নানান ত্রাণসামগ্রী সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ত্রাণ সংগ্রহ করার জন্য রাবিপ্রবির শিক্ষার্থীরা রাঙ্গামাটি শহরের ভেদভেদী, বনরুপা, পৌরসভা, দোয়েল চত্বর, রিজার্ভ বাজার, তবলছড়ি সহ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বুথ স্থাপন করে।
সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জেলা শহরের নানান পয়েন্টে অবস্থান করেন। দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর রাবিপ্রবি ছাত্রহলে জমা করা হয়।
বন্যা কবলিত এলাকার জন্য সারাদিনে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, গণ ত্রাণ সংগ্রহের এই কার্যক্রম পরিচালনার জন্য গতকাল রাতে রাবিপ্রবি ছাত্রহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকা এক মিটিং থেকে আজকের দিনব্যাপী এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। আজকের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানা যায়।
আরএ//