পদোন্নতি পেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খান। রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে। পাশাপাশি, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামকে অবসরের সুবিধার্থে ওএসডি করার কথা জানানো হয়েছে আরেক প্রজ্ঞাপনে। এর সঙ্গে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া, অপর এক আদেশে পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাশারকে ওএসডি করা হয়েছে।
আরএস