ছাত্র-জনতার গণমিছিলে উত্তপ্ত হয়ে ওঠা খুলনা জেলার জিরো পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী।
২ আগস্ট (শুক্রবার) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণগ্রেফতার ও গণহত্যার বিরুদ্ধে ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে আজ জুমার নামাযের পর খুলনার বিভিন্ন প্রান্ত থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-জনতা জমায়েত হয়ে গণমিছিলে অংশগ্রহন করে।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলটি জিরো পয়েন্ট এলাকার দিকে রওনা দেয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়। শান্তিপূর্ণভাবে মিছিল করলেও পুলিশ অহেতুক বাধা প্রদান করেছে বলেও দাবি করে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।