তীব্র শীতে জবুথবু সারাদেশের মানুষ। গত কয়েকদিন ধরে পড়ছে হাঁড়কাঁপানো শীত।এই শীতে সবচেয়ে কষ্টে সময় কাটে যারা রাস্তার পাশে,ফুটপাতে কিংবা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন।
এবার তাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।রোববার (১৪ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তাসকিন। সেখানে দেখা যায়, নিজের গাড়িতে করে ছেলেকে সঙ্গে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় রাস্তার পাশে রাতে ঘুমিয়ে থাকা অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন তিনি। কখনও ঘুমন্ত মানুষের গায়ের ওপরে পরিয়ে দিচ্ছেন সেই কম্বল। এই কাজে ছেলেকেও সঙ্গে নিয়েছেন তিনি।
তাসকিন বলেন, ‘আমি ও আমার কাজিনরা মিলে কয়েকজনকে কিছু গরম কাপড় দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এলাম, যাতে সে ভালো কিছু শেখে। আমরা সবাই সাধ্যমতো পাশে দাঁড়ালে তারা একটু হলেও ভালো থাকবে। আমি বিশ্বাস করি, আপনারাও এগিয়ে আসবেন।’