পাবনার ঈশ্বরদীতে গরু চুরি বেড়ে যাওয়ায় গ্রামবাসীরা রাতে দল বেঁধে পাহারার ব্যবস্থা করেছেন। গ্রামীণ পাকা সড়কে বসিয়েছেন বাঁশের চেকপোস্ট। রাত ১২টার পর এসব সড়কে চলাচলকারী সন্দেহভাজন গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
গত ১৭ জানুয়ারি থেকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামীণ সড়কে চেকপোস্ট বসানো ও পাহারা দল গঠন করা হয়। পরে বয়রা, খালিশপুর, বাড়াহুসিয়া, দরগাবাজার, পাড়াশিধাই, হাতিগাড়াসহ আশপাশের আরও একাধিক গ্রামে রাত জেগে পাহারা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কিছুদিন ধরে আশঙ্কাজনকভাবে গরু চুরি বেড়ে যায়। পাশাপাশি মোটরসাইকেল, ভ্যান ও অটোবাইক চুরির ঘটনাও ঘটতে থাকে। অনেকের বাড়ি ও দোকান থেকে গেটের তালা কেটে ঘটছে চুরির ঘটনা। কোনোভাবেই তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসী রাতে পাহারা বসিয়েছেন।
সুলতানপুর গ্রামের রুবেল জানান, ইউপি চেয়ারম্যান ও থানার ওসির সার্বিক সহযোগিতায় রাতে চুরি ঠেকাতে আমরা টিম হিসেবে নজর রাখছি। গার্ড দলের প্রতিটি সদস্যের হাতে একটি লাঠি, টর্চলাইট এবং বাঁশি রয়েছে। যখন কাউকে সন্দেহজনক মনে হয়, আমরা একসাথে বাঁশি বাজাই। বাঁশির শব্দ শুনে অন্য রক্ষী দলের সদস্যরা এসে উপস্থিত হন। চেকপোস্টেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। গ্রামের সবাই আনন্দে পাহারা দিচ্ছে।
রাতে মুড়ি খাওয়া ও খিচুড়ি রান্নার বিশেষ ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। বর্তমানে রাত জাগার কারণে চোরের আতঙ্ক কমেছে।