পাকিস্তানে গহর আলী খানসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের ১২ নেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলটির গণমাধ্যম সেলের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
পিটিআইয়ের গণমাধ্যম সেলের মুখপাত্র বলেন:
“সোমবার মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে শুরু করেছে। ইতিমধ্যে তারা চেয়ারম্যান গহর আলী খান, ওয়াজিরিস্তানের সংসদ সদস্য জুবাইর খান, আইনজীবী শোয়াইব শাহীন, শের আফজাল মারওয়াত, আমির দোগারসহ ১২ নেতাকে গ্রেপ্তার করেছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।”
এ ছাড়া, পিটিআইয়ের মিত্র রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাহেবজাদা হামিদ রাজাকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এর আগে রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদের ২৬ নম্বর চাঙ্গি এলাকায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ করে দলটি।
সমাবেশটির শেষ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ তড়িঘড়ি করে শেষের জন্য চাপ দিলে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে পুলিশের এক এএসআইসহ বেশ কয়েকজন আহত হন। এরপর সোমবার রাত থেকে ধরপাকড় শুরু করে পুলিশ।
আরএস