গাইবান্ধার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা সোমবার (২১ এপ্রিল) ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির মূল দাবির মধ্যে রয়েছে- হাইকোর্টের রায় বাতিলসহ অবৈধভাবে পদোন্নতি পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
গাইবান্ধা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ১নং রেলগেট এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখানে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাকিল আহাম্মেদ, নাজমুল ইসলাম, বাধন ও মেহেজাবিন জিম।
প্রধান ছয়টি দাবির মধ্যে রয়েছে: ১. হাইকোর্টের রায়ের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি বাতিল করতে হবে, নিয়োগ সংশ্লিষ্টদের বরখাস্ত ও ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিল করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাবিহীন ভর্তি ব্যবস্থা বাতিল এবং আন্তর্জাতিক মানের চার বছর মেয়াদি কারিকুলাম চালুর পাশাপাশি ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের দাবি।
৩. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ১০ম গ্রেডের সমমানের পদে নিচু পদে নিয়োগ বন্ধ এবং যারা এই নিয়ম ভেঙেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।
৪. কারিগরি সেক্টরের সব গুরুত্বপূর্ণ পদে (পরীক্ষা নিয়ন্ত্রক, বোর্ড চেয়ারম্যান ইত্যাদি) অপ্রশিক্ষিত ও ভিন্নক্ষেত্র থেকে আগত জনবল নিয়োগ বন্ধ করে, কারিগরি শিক্ষায় শিক্ষিত উপযুক্ত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫. ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে পৃথক একটি মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি মানসম্মত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তাদের জন্য অস্থায়ী ক্যাম্পাস চালু করে ডুয়েটের আওতায় নিয়ে আসার দাবি জানান শিক্ষার্থীরা।