গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪৫
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত হামলায় আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০৮ জন আহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজার মানুষ চাপা পড়ে আছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, ধর্মীয় উপাসনালয়সহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
আরএস