গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৯৯ জনে পৌঁছেছে এবং ৯২ হাজার ৬০৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে দেইর এল-বালাহে একই পরিবারের ৮ সদস্যসহ অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরে অবস্থিত জাবালিয়া ক্যাম্পের আল-হোজা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় ৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রধান বাধা হিসেবে নিজেকে উপস্থাপন করছেন।
অন্যদিকে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী। এদিন তেলআবিব এবং অন্যান্য শহরের রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায় তাদের।
আরএ\