গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে সংবাদ সংস্থা রয়টার্স থেকে জানা যায়, সোমবার (১৯ আগস্ট) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তেল আবিবে ব্লিঙ্কেন বলেন,
যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আমার কার্যকর আলাপ হয়েছে। নেয়ানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ থাকবে না।
এর আগে সোমবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকের সময়ে ব্লিঙ্কেন বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করতে এটিই সবচেয়ে ভালো সময় এবং সম্ভবত শেষ সুযোগ।
ব্লিঙ্কেন হারজোগের সঙ্গে তার বৈঠকের সময় বলেন, ‘আমরা এটা নিশ্চিত করার জন্য কাজ করছি যে সেখানে কোনো উত্তেজনা নেই, কোনো উস্কানি নেই, এমন কোনো পদক্ষেপ নেয়া হবে না যা কোনোভাবেই আমাদের এই চুক্তিটি করতে বাধা দিতে পারে।’