হামাসের হাতে জিম্মি হওয়ার ১০ মাস পর ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে এক ইসরায়েলি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তার নাম কায়েদ ফারহান আলকাদি (৫২)। গাজা সীমান্তের কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মঙ্গলবার ফারহানকে উদ্ধারের কথা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। তিনি বলেন, এটা খুবই ‘জটিল’ একটি অভিযান ছিল। খবর- রয়টার্স
দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, যে জায়গা থেকে ফারহানকে উদ্ধার করা হয়েছে সেখানে ইসরায়েলি সেনারা ছিলেন। সেখানে সুড়ঙ্গের ভেতরে আরও ইসরায়েলি জিম্মি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনারা যখন ফারহানের সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন।
ফারহানের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সুড়ঙ্গে থাকার কারণে আট মাস ধরে তিনি সূর্যের আলো দেখেননি। দুই মাস তাঁর সঙ্গে আরও একজন জিম্মিকে রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা গেছেন।