গাজায় হামাসের ব্যবহৃত টানেলগুলোতে সমুদ্রের পানি দেওয়া শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে। ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আনাদোলু এজেন্সি। মঙ্গলবার অনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তারা।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ প্রক্রিয়া হামাসের সুরক্ষিত দুর্গ টানেলগুলো ধ্বংস করতে কাজে লাগতে পারে।
তবে ভূগর্ভে সাগরের লবণাক্ত পানি ঢালার এ কার্যক্রমে গাজার সুপেয় পানির সরবরাহ বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিছু মার্কিন কর্মকর্তা।