বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?
বিভিন্ন স্থানে বাসে আগুন ও ট্রেনে নাশকতার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। এ নাশকতার মাধমে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের মাথায় নির্বাচন ছাড়া অন্যকিছু নেই। দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচনবিরোধী তৎপরতার জবাব দেয়া হবে।