গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বেতন বকেয়া থাকায় এক পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ শনিবার (১৭ই মে ) সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করলে দুই পাশে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
জানা গেছে, লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তাঁরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করেন এবং পরে সড়কে নেমে আসেন।
সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
পুলিশ শ্রমিকদের বেতন পরিশোধে সহযোগিতার আশ্বাস দিলে তাঁরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ ছিল।