জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসানকেও একই অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার সংশ্লিষ্ট অনিয়মসহ নানা ধরনের দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন—নিজেদের ও অন্যের নামে।
দুদকের নির্ধারিত সময় অনুযায়ী, ২০ মে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তারা কেউই উপস্থিত হননি।
দুদকের প্রতিরোধ শাখার মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, তাদের তলব করা হলেও তারা সাড়া দেননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি। তিনি বলেন, “এটি তাদের আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগ ছিল। তারা সেটা গ্রহণ না করলেও তদন্ত থেমে থাকবে না। আমরা নিয়ম অনুযায়ী অনুসন্ধান চালিয়ে যাব।”
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৫ মে তাদের তলব করে দুদক চিঠি দেয় এবং এর আগে ২৭ এপ্রিল তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি শুরু হয়।