টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ফেসবুক লাইভে তিনি নিজেই এ ঘটনা প্রকাশ করেন।
এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার পথে মধুমিতার গাড়িকে একটি লরি ধাক্কা দেয়। গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে মধুমিতা অল্পের জন্য রক্ষা পান।
ফেসবুক লাইভে মধুমিতা জানান, “ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় আমার সঙ্গে এক ভয়াবহ ঘটনা ঘটে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম, হঠাৎ একটি লরি এসে গাড়িতে জোরে ধাক্কা মারে। পরিস্থিতি অনেক খারাপ হতে পারত, তবে ভগবানের কৃপায় আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।”
অভিনেত্রী আরও জানান, দুর্ঘটনার পরও তিনি মন্দিরে পূজা দিয়েছেন এবং ঈশ্বরকে সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছোটবেলা থেকেই মধুমিতা শিবের ভক্ত। সুযোগ পেলেই শিব মন্দিরে পূজা দেন। এর আগেও তাকে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে পূজা দিতে দেখা গেছে।