যারা বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করেন তারা জানেন ডেভ হোয়াটমোর বাংলাদেশের জন্য কী ছিলেন। তিনিই পঞ্চপান্ডবের চার সদস্যের জাতীয় দলের প্রথম কোচ যিনি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার অধীনে 2007 সালের ক্রিকেট বিশ্বকাপে টাইগাররা ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে পরাজিত করে। মাশরাফী, সাকিব, তামিম ও মুশফিকের জাতীয় দলের প্রথম কোচ।
জাতীয় দলের কোচ থাকাকালীন প্রায় সব ক্রিকেটারের সঙ্গেই হোয়াটমোরের বিশেষ সখ্যতা ছিল। তবে পেসার মাশরাফির সঙ্গে তার সখ্যতা ছিল একটু বেশিই। জানা গেছে, অস্ট্রেলিয়ার এই কোচ ম্যাশকে ‘পাগল’ বলে ডাকেন।
এরপর রোববার (২১ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে টাইগারদের সাবেক এই কোচের সঙ্গে দেখা করেন মাশরাফিও। ডেভ প্রথমে ম্যাশকে দেখে একটু অবাক হয়, তারপর তাকে বুকে টেনে নেয়। এরপর কিছুক্ষণ আড্ডা দিতে থাকেন। সেই আড্ডায় আলোচনার বিষয় অজানা থাকলেও নির্ঘাত দুজনেই তাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেন।