রাজশাহীর গোদাগাড়ীতে ‘গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের’ অধ্যক্ষ মোঃ মইনুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় কলেজের মূল ফটক হতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এসময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম শিক্ষক, পেয়ে গেছি ভক্ষক’, স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচার অধ্যক্ষ, মানি না মানবো না’, ‘রাজনৈতিক চাটুকারের, ঠাঁই নাই ঠাঁই নাই’ প্রভৃতিসহ নানা স্লোগান দেন এবং উক্ত অধ্যক্ষকে অপসারণের জন্য দুই দিনের আল্টিমেটাম দেন ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ মইনুল ইসলাম প্রতিষ্ঠানের কোষাগার থেকে অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠান জাতীয়করণের নামে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে বহাল থাকা অবস্থায় অধ্যক্ষ পদে থাকাসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন।
দীন/এমএ//