জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে গিয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার প্রেম। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে এবার জানা গেলো, এই দুই তারকা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন।
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করতে পারেন বাগদান। তবে সবকিছুই হবে খুব গোপনে; একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে। আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সামাজিক মাধ্যমে।
বিজয়-রাশমিকার সম্পর্কের গুঞ্জনে হাওয়া লেগেছিল ২০২২ সালের আগস্ট মাসে। তখন দুজনে একইসময়ে মালদ্বীপে গিয়েছিলেন। এমনকি মুম্বাই এয়ারপোর্টে প্রায় একইসময়ে পরপর দেখা দিয়েছিলেন। এর কদিন পর দুজনেই মালদ্বীপ থেকে ছবি শেয়ার করতে শুরু করেন। দুই তারকার ভক্তরাও এরপর আর দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি।