কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নিরব প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত রবিবার (২৮ জুলাই) দুপুর ২টা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল গেটে থেকে এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীদের গ্রাফিতির (দেয়াল লিখন) মধ্যে ছিল- ‘পানি লাগবে পানি?’, ‘ঐক্যবদ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়’, ‘You can cut all the flowers but cannot keep the spring from coming’, ‘Ready to fly’, ‘Stop talking’ প্রভৃতি।
দেয়াল লিখন ও গ্রাফিতির বেশিরভাগ জুড়েই ছিল গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের পানি বিতরণের সময় মারা যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মুগ্ধের স্মৃতি।
এ সময় কোটা আন্দোলনে প্রথম থেকে সোচ্চার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘দমনপীড়ন চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। আমরা দেয়ালে, সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এটিও আমাদের প্রতিবাদের ভাষা।’
উল্লেখ্য, আন্দোলনে পুলিশের গুলিতে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মুগ্ধের স্মরণে গত শুক্রবার (২৬ জুলাই) মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের নাম ‘মীর মুগ্ধ তোরণ’ রাখার দাবি জানিয়েছেন।