চট্টগ্রামে শিক্ষার্থী ও পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শতাধিক আহত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) চট্টগ্রাম শহরের মুরাদপুর ও দুই নাম্বার গেটে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরতদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মেডিকেলের পরিচালক তসলিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে আসা রোগীদের মধ্যে তিনজন মারা গেছেন, তিনজনই গুলিবিদ্ধ। এছাড়া হাসপাতালে ৩০-৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ১০ জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এছাড়া ১ জনের চোখ উপড়ে গেছে।