চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজছাত্র তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই মামলা দায়ের করেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এটি ষষ্ঠ মামলা, যার মধ্যে পাঁচটি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী গত ১৮ আগস্ট দুপুরে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘শাট-ডাউন’ কর্মসূচিতে অংশ নেয়। মুরাদপুর এলাকা থেকে মিছিল করে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে এসে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়।
এজহারে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে শেখ হাসিনা ও মহিবুল হাসান নওফেলের নির্দেশে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ৩ থেকে ৩৪ নম্বর আসামিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তানভীরসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের দিকে ইট-পাথর নিক্ষেপ এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে তানভীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
একই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২৩) এবং সাইমন প্রকাশ মাহিনও গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মাহিনের মৃত্যু হয়।
এমএ//