চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ চাইলেও বন্দর হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (২৫ মে) দুপুরে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, “আমরা চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যাতে টার্মিনাল পরিচালনায় বিনিয়োগ ও ম্যানেজমেন্টে যুক্ত হতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। তবে বন্দর কাউকে দেওয়া হচ্ছে না।”
তিনি আরও জানান, “বিদেশি বিনিয়োগকারীরা ইতোমধ্যে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।”