বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) দুপুর ১ টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা চবি দুই নাম্বার গেটে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ, ইস্কন নিষিদ্ধের দাবী এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করেন।
এসময় শিক্ষার্থীরা “ইস্কন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “সাইদ আলিফ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, ” আপোষ না জিহাদ? জিহাদ, জিহাদ”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” প্রভৃতি স্লোগান দেন।
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রিদওয়ান বলেন, “সম্প্রতি ইস্কন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইস্কনপন্থীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের দেশ বাংলাদেশকে ভালোবাসি। অন্য কোনো দেশের গোলামি করতে রাজি না।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত চৌধুরী বলেন, “ইসকন আমাদের ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে এবং এটার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সেইম কাজ যদি কোন ইসলামী সংগঠন করতো এতক্ষণে তাকে নিষিদ্ধ করা হতো। কিন্তু ইসকনকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না এটা আমাদের বুঝে আসতেছে না। আমাদের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে ইসকনকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবী জানাচ্ছি।”