চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এবং প্রতিটি ইউনিটের পরীক্ষার এক ঘণ্টা আগপর্যন্ত এটি ডাউনলোড করা যাবে।
গত ৩ জানুয়ারি থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। ১৫ জানুয়ারি আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল, তবে পাঁচ দিন সময় বাড়ানো হয়।
এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৭ম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা, ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।