চতুর্থ দিনের মতো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আন্দোলন শুরু হয়। গ্রন্থাগার থেকে প্রধান ফটকে এসে সমবেত হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের উপর দিয়ে হেঁটে হেঁটে এক নং এবং দুই নং ফটক প্রদক্ষিণ করে। তারপর তারা প্রধান ফটকের সামনে বটতলায় মহাসড়কের উপর অবস্থান করে।অবস্থান করে তারা শ্লোগান এবং বক্তব্যের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরেন।দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।মহাসড়কে অবস্থানের ফলে জানজটের সৃষ্টি হয়।মহাসড়কে ১০-১৫ মিনিট অবস্থান করে সকলে প্রধান ফটকে আসে এবং আন্দোলন সমাবেশটির সমাপ্তি ঘোষণা করেন।