চবি প্রতিনিধি
বিএনপি ঘোষিত চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, চবি ছাত্রদল নেতা ইমরান হোসেন রাসেল ও সালামত উল্লাহ’র মুক্তি ও জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আজ সকাল ১০ টায় নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জালাক সিদ্দিকী, চবি ছাত্রদল নেতা মোঃ শাফায়াত হোসেন ও এনায়েত ইসলাম দ্বীপের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদল নেতা মিসবাহ উদ্দিন সাকিব, আমান উল্লাস, আবদুল্লাহ, সাদ উদ্দিন, হুমায়ূন কবির, নাহিন, সাজ্জাদ, জোবায়ের, নোমান প্রমুখ।
সাইফুল ইসলাম তোহা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়