চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ১০ কিলোমিটার রানিং ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) এটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষয়গুলো জানান চবি রানার্সের সদস্য
মোহাম্মদ সুজন। এসময় উপস্থিত ছিলেন চবি রানার্সের সদস্য মুরাদ হোসেন ও কৌশিক তরফদার।
সুজন বলেন, ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে দৌড় শুরু হয়ে ক্যাম্পাসের নির্ধারিত রুট প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হবে। দৌড় সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ সুবিধাসমূহ, যেমন ইভেন্ট টি-শার্ট, হাইড্রেশন ও মেডিকেল সাপোর্ট, সকালের নাস্তা এবং নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারীদের জন্য মেডেল ও সার্টিফিকেট।
তিনি বলেন, এ ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও প্রদান করা হবে। সাধারণ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা নগদ অর্থ পুরস্কার পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ৫০ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি গাছ কাটা রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।