চবি প্রতিনিধি
সভাপতি মোঃ তামজিদুল ইসলাম ২০১৮-২০১৯ সেশন, সাধারণ সম্পাদক রিসালাত লিছান ২০১৯-২০২০ সেশন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সোসাল সাইন্স ক্যাফেটেরিয়ায় এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য- সাবেক সভাপতি আনসারুল হক মাহমুদের সভাপতিত্বে ও সদ্য-সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজনের সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর (পিবিআই) আ.জ.ম ওমর ফারুক, সাবেক শিক্ষার্থী নুরুল কবির ও চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল বাশার সোহাগ সহযোগী হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নূরউদ্দিন খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম
সুশৃঙ্খল ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচন শেষে সকলের উপস্থিতে আ.জ.ম ওমর ফারুক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তামজিদুল ইসলাম দৈনিক সবুজ বাংলাকে বলেন, সুবর্ণচরস্থ চবিয়ান শিক্ষার্থীদের ও সুবর্ণচরের শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করে যাবেন। এই জন্য সকল সিনিয়র ও জুনিয়রের সহযোগিতার আশা ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করার পর রিসালাত লিছান বলেন, “অতিতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতির সাথে সমন্বয় করে সিনিয়র ও জুনিয়রের সহযোগিতা নিয়ে এসোসিয়েশনের অগ্রগতির জন্য কাজ করে যাব।”