চবিতে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক
সোমবার (৬ জানুয়ারি ২০২৪) দুপুর একটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে কোটা আন্দোলনে নিশংস হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাজ্জাদ হোসেন নামের এক কর্মীকে আটক করা হয়।
শিক্ষার্থীরা রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রলীগ সাজ্জাদ হোসেনকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে হস্তান্তর করে। প্রক্টরিয়াল বডি বেলা সাড়ে তিনটায় পুলিশের হাতে হস্তান্তর করে।
চবিতে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক আরো পড়ুন
পরীক্ষা কমিটির নিরাপত্তায় গোপনে অন্য রুমে মাস্টার্সের ছয়টা পরীক্ষা দিয়েছে এই নেতা। এতে ক্ষুধ্ব শিক্ষার্থীরা। তারা “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?” স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব জানান, “সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ নেতা আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তাড়ুয়াকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা নির্দেশ করে।” আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। হাবিপ্রবিতে ট্রেজারারের দায়িত্বে প্রফেসর ড. জাহাঙ্গীর কবির আরো খবর পড়ুন ।