চবি প্রতিনিধি
আট দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপগ্রুপ সিএফসির নেতাকর্মীরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় হলটির প্রভোস্ট রুমসহ অফিসের সব রুমে তালা ঝুলিয়ে দেয় হলটির আবাসিক শিক্ষার্থীরা। হল প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সাথে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাতটায় তারা খুলে দিয়েছেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও সিএফসি উপগ্রুপের নেতা শাহরিয়ার সাদিক বলেন, হলের সংস্কার কাজ দীর্ঘ ধরে বন্ধ রয়েছে। আমরা মৌখিকভাবে বলে সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তালা দিয়েছি। তালা দেওয়ার পর স্যাররা এসেছিলেন। আমরা আমাদের দাবির সঠিক কোনো সুরাহা পাইনি। অনিয়মের সঠিক জবাব না পাওয়া পর্যন্ত অফিসে তালা ঝুলবে।
এই বিষয়ে শহীদ আবদুর বর হলের প্রভোস্ট অধ্যাপক ড. দানেশ মিয়া বলেন, আমি সেখানে গিয়েছি। ছাত্রদের সাথে কথা বলেছি। তাদের যে আট দফা দাবি আমরা তা নিয়ে কাজ করব।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো – সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, নিজের তলার টাইলস প্যাটার্নের সাথে উপর তলার কাজের বিস্তর ফারাক, হলের দক্ষিণ দিকে লালচে পানি যা ব্যবহারের অযোগ্য, তিন মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শেষ হয়নি, তিনটা পর্যন্ত কর্মচারীদের অফিস টাইম হলেও এর আগে তারা হল ত্যাগ করেন, হলের ওয়াশরুম ও বেলকনি যথাসময়ে পরিস্কার না করা, ওয়াশরুমের কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি এবং বেশ কিছুদিন ধরে হলের সংস্কার কাজ বন্ধ।
সাইফুল ইসলাম তোহা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়