আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন। শুরুতে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, সমালোচনার পর পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (১৮ মার্চ) সমাবর্তন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী।
এর আগে, ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, যারা মূল সনদ উত্তোলন করেছেন, তারা সমাবর্তনে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমালোচনার মুখে অবশেষে সিদ্ধান্ত বদল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে যেসব শিক্ষার্থী সনদ উত্তোলন করেছেন, তারাও এবার সমাবর্তনে অংশ নিতে পারবেন। তাদের জন্য ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে উত্তোলিত সনদের কপি আপলোড করতে হবে এবং ফি হিসেবে ২,৫০০ টাকা প্রদান করতে হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ ৯ বছর পর আবারও সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৬ সালের সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি ছিলেন। এবার সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।