চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ওয়ালিদ শিপন, মিজানুর রহমান, সংগঠনটির বর্তমান আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিঠুনসহ সংগঠনটির বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পরে নিজ ক্যাম্পাসে ফিরলে সাবেক কমিটির নেতৃবৃন্দ কে বরণ করে নেয় বর্তমান নেতৃবৃন্দ। পরে সাবেক-বর্তমানরা যৌথভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেন করে তারা।
আশরাফ/আরএস