এবার চলন্ত ট্রেনে বাচ্চা প্রসব করার ঘটনা ঘটলো। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইল অতিক্রম করাকালীন ‘গ’ বগিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করা ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি টাঙ্গাইল অতিক্রম করার সময় ‘গ’ বগিতে এক প্রসূতি নারী(যাত্রী) প্রসব বেদনা অনুভব করেন। প্রসূতি’র আর্ত চিৎকারে যাত্রীরা ট্রেনে কোনো ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন কিনা খোঁজ করতে থাকেন। ভাগ্যক্রমে ট্রেনের একই বগিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন। ডা. বাবর প্রসূতি’র ডেলিভারি সম্পন্ন করেন।
তিনি জানান, ‘প্রসূতি মায়ের আর্ত চিৎকারে যাত্রীরা যখন স্বাস্থ্য বিশেষজ্ঞ কাউকে খুঁজতে ছিলেন এসময় আমি একই বগিতে থাকায় এগিয়ে আসি। আমার কাছে প্রাথমিকভাবে যেসব মেডিকেল যন্ত্রপাতি ছিলো সেগুলো ব্যবহার করে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ্ মা ও সন্তান এখন সুস্থ আছেন।’
তিনি আরো বলেন, ৯৯৯ এ ফোন দেয়া হয়েছে। আমরা এখন বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পার হচ্ছি। সেতু পার হলে আশা করছি ওপারে এ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে এবং কিছু প্রাথমিক চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে আগামীকাল বাড়ি ফিরতে পারবেন।
উল্লেখ্য, ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর ৪২তম বিসিএস(স্বাস্থ্য) কর্মকর্তা। বর্তমানে তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।