চলে গেলেন বিশিষ্ট প্রকাশক আলমগীর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রকাশক। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
ছেলে নূর-ই-মুনতাকিন আলমগীর বলেন:
বাবা বাসায় অচেতন হয়ে পড়েন। বেলা ১১টার দিকে তাঁকে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান বলে জানান চিকিৎসক।
আলমগীর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানান তাঁর ছেলে। তিনি বলেন, আজ বাদ জুম্মা ধানমন্ডির তাকোয়া মসজিদে তাঁর বাবার জানাজা হবে। পরে তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আরএস