গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাজধানীর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক যুবককে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের মুখে নগদ ও ব্যাংক মিলিয়ে ৯ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) তুহিন কাজী ও মশিউর রহমান তাপসকে আটক করে শেরে বাংলা নগর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের গ্রেফতার দেখানো হবে।
পরে অপহরণ ও ছিনতাই মামলায় তাদের তিনদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার রিমান্ডের এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর মামলার বাদী শাহদাব সরদার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পান্থপথ যাওয়ার সময় আনুমানিক বিকেল সোয়া ৩টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ভবনের কাছে পৌঁছালে নীল রঙের একটি প্রাইভেটকার শাহদাবের রিকশার গতিরোধ করে।
তিনজন লোক প্রাইভেটকার থেকে নেমে ডিবি পরিচয় দিয়ে বাদীকে প্রাইভেটকারে উঠিয়ে তার হাতে হাতকড়া পরিয়ে কালো কাপড় দিয়ে তার চোখ-মুখ বেঁধে ফেলেন। শাহদাবের সঙ্গে থাকা নগদ এক লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। শাহদাবের মানিব্যাগে থাকা ডিবিবিএল ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেন এবং মারধর করে পাসওয়ার্ড জেনে নেন।
অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে ৭ লাখ ৩৩ হাজার ৩০ টাকা স্থানান্তর করে শাহদাবকে মিরপুর-১ এলাকায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর শেরেবাংলা নগর থানায় বাদী হয়ে অপহরণ ও ছিনতাই মামলা করেন।