নির্বাচনের পরদিন গতকাল সোমবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার বাড়িসহ ৪টি বাড়িতে ৩০-৪০ জন দুর্বৃত্ত হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
এই ঘটনায় ওসমান বাবুল হোসেন নামে একজন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে সারারাত পুলিশ ঘটনাস্থলে ছিল। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।