চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আম গাছ কাটা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গাছ কেটে ফেলে।
ঘটনাটি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন বাংলাদেশি কৃষক আহত হন।
বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে। তবে ঘটনার পর থেকে সীমান্ত এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, চৌকা সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও দু’দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
আরইউএস