সরকারী চাকরিতে বয়সসীমা ৩৫ এর দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মুক্তির মোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সে সময় শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি, বেসরকারি, আধা-সরকারিসহ প্রায় সকল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স বৈষম্যের অবসান ঘটিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ করাসহ বাংলাদেশের প্রায় সকল চাকরিতে জনবল নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অবসান করা ঘটিয়ে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে তারা নওগাঁ জেলা প্রসাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।