গ্রাম পুলিশের সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছেন। তারা অভিযোগ করেন যে, দিনের পর দিন, ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এ কারণে দাবি আদায় করতে তারা রাজপথে নেমেছেন।
রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন, ফলে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এই বিক্ষোভে অংশগ্রহণকারী গ্রাম পুলিশের সদস্যদের সংখ্যা ছিল পাঁচ শতাধিক। তবে বিকেলের দিকে তাদের সংখ্যা কমতে শুরু করে।
মিছিলে অংশগ্রহণকারী গ্রাম পুলিশের সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের বক্তব্য, ‘আমাদের একমাত্র দাবি হচ্ছে চাকরি জাতীয়করণ। জাতীয়করণ না করা হলে আমরা রাজপথ ছাড়বো না।’
সমাবেশে তারা আরও বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা উপার্জন করি, অথচ চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। বছরের পর বছর একটি কেজি গরুর মাংসও কিনতে পারি না। সন্তানদের পড়াশোনা করানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমরা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছি।’
এর আগে ১৪ আগস্ট থেকে গ্রাম পুলিশ সমন্বয় কমিটির সদস্যরা এবং সাধারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বেতনবৈষম্য নিয়ে বিক্ষোভ করে আসছেন।