চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। পরবর্তীতে বোর্ড মিটিংয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে পিডিবির উর্ধতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনের সামনে মানববন্ধন করে পিডিবিতে কর্মরত আস্থায়ী কর্মচারীরা। অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করায় ঠিকমতো বেতন পায় না তারা। শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানিয়েছে আন্দোলনরত কর্মীরা।
প্রসঙ্গত, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রায় ১২০০ কর্মচারী দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে আসছে। অনেক পদ শূন্য রয়েছে থাকা সত্ত্বেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তাই চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া কর্মীরা।