সেমিফাইনালের খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। অথচ সবচেয়ে বাজে বিশ্বকাপের স্বাক্ষী হলো বাংলাদেশ দল। মাত্র দুটি ম্যাচ জিতে ফিরতে হয় দেশে। কেন এমন ব্যর্থতা এ নিয়ে এখনও আলোচনা করেনি বোর্ড। তবে এবার সব নিয়েই বোর্ড সভায় বসতে যাচ্ছে পরিচালনা পর্ষদ।
এই সভার মূল বিষয় বিশ্বকাপ ব্যর্থতা। এরসঙ্গে আরও একটি বিষয়, সেটি হেড কোচ চণ্ডিকা হাথুরু। দলের এমন পরিস্থিতিতে আর চরম ব্যর্থতায় আঙ্গুল উঠছে হাথুরুর দিকে তাই তাকে পরিবর্তনের সুরও উঠেছে।
তবে ২০২৫ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করা হাথুরুকে যে খুব সহজে সরিয়ে দেওয়া যাবে না সেই বাধাও আছে। চুক্তির মাঝপথে যদি তাকে সরিয়ে দেওয়াও হয় সেক্ষেত্রে চুক্তির পুরো টাকা তাকে দিতে হবে। চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে এখন কি সিদ্ধান্ত নেওয়া হবে, তার পুরোটাই নির্ভর করছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের ওপর।