দেশব্যাপী বিচার বর্হিভূত হত্যা ও সকল ধরনের মব জাস্টস বন্ধসহ চার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা চার দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো – সারা দেশে ‘বিচারবহির্ভূত হত্যা’ এবং মব জাস্টিস বন্ধ করতে হবে। ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।নিরাপত্তা শাখায় কলাপসিবল গেইটের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত করতে হবে।২৪ ঘন্টার মধ্যে ১৫ ও ১৭ জুলাইয়ে হামলাকারীদের নামে মামলা করতে হবে।
মানববন্ধনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হওয়ার পরও আমরা অনিরাপদ। বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরিকারীদের আমরা ক্যাম্পাসে চাইনা। ১৮ জুলাইয়ে নিরাপত্তা কর্মীদের সামনে শামীম মোল্লাকে মারধরকারীদের বিরুদ্ধে এখনো যথাযথ ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এখনো ক্যাম্পাসকে তারা মাদকমুক্ত করতে পারেনি। অতিদ্রুত ১৫ জুলাইয়ে হামলায় ও শামীম মোল্লা কান্ডে জড়িতদের তালিকা বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হাসিব জামান বলেন, শামীম মোল্লা হত্যার বিচার চাওয়া দুইজন শিক্ষককে তদন্ত কমিটিতে নিয়োগ দেয়ায় আমরা এই কমিটির প্রতি আস্থা রাখতে পারছিনা।দ্রুত এই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।